আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম রেনু (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট ২০১৯) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান নজরুল। এসময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার চরফরাদী ইউনিয়ন (ইউপি) পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য তাইজ উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র : বাংলানিউজ২৪