আমাদের নিকলী ডেস্ক ।।
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সোনার মানুষের খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরণে সোনার মানুষেরও খুব প্রয়োজন। আর তাহলেই তাঁর আত্মা তৃপ্ত হবে-শান্তি পাবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অঙ্গীকার হোক তাঁর স্বপ্ন ও আদর্শ বুকে লালনের মাধ্যমে দেশ-জাতি এবং দলের জন্য আত্মনিবেদন করার।
গুরুদয়াল সরকারি কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমান আলী, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ।
এর আগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের খড়মপট্টিতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টার দিকে পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল শোকর্যালি বের হয়। শোক র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া দিবসটি উপলক্ষে পুরাতন কালেক্টরেটে অবস্থিত শিশু একাডেমির প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সূত্র : যুগান্তর