বগুড়া সদর উপজেলার কন্ট্রোল রুমে সোলার ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ড

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার সদর উপজেলার কন্ট্রোল রুমে সোলার ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম জানান, সোমবার (১৯ আগস্ট) বিকাল ৬টার দিকে মাটিডালী বিমানমোড় স্থানের পাশে বগুড়া সদর উপজেলার কন্ট্রোল রুমে সোলার সার্ভিসের ব্যাটারি আকষ্মিক বিস্ফারণে এ আগুনের সূত্রপাত ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, উপজেলার কন্ট্রোল রুমে সোলার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভায়। এ ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাটারি বিস্ফারণসহ সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

Similar Posts

error: Content is protected !!