ধামইরহাটে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীর জেল-জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে নেশা সেবন করায় মাদকসেবী ও ব্যবসায়ীসহ ৬ জনের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে দিনভর অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শল্পী গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮) ও সোলাইমান আলীর ছেলে হাসান আলী ফারুককে (৩৫) আটক করে এবং হাসান আলী ফারুককে ২ মাস ও শরিফুলকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এছাড়াও ৬ লিটার চোলাই মদসহ জগদল গ্রামের মৃত বিরাশ মার্ডির ছেলে নাথানিয়েল (৫০), মৃত সরদারের ছেলে এনোস (৩৫) ও গামাই হেমরমের মেয়ে অঞ্জলি হেমরম (৪০) আটক ১ হাজার টাকা এবং ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার লাইব্রেরীয়ান ছানাউল ইসলাম (৪০) নেশাদ্রব্য সেবন ও সংরক্ষণ করার দায়ে ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গনপতি রায়।

ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, লাইব্রেরিয়ান ছানাউল ইসলাম ইতিপূর্বে নেশা সেবনের দায়ে জরিমানা হওয়ায় আমরা তাকে সাসপেন্ড করেছি, শ্রীঘ্রই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!