আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলাল মিয়া ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সুতারপাড়া গ্রামের সুলাল মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সবুজের পরিবারিক বিরোধ ছিল। বুধবার সকালে শিশুদের খেলাকে কেন্দ্র করে সুলালের এক ভাতিজাকে মারধর করে তার ভাই হেলালের ছেলেরা। এর জের ধরে সবুজ ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে সুলালের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুলাল টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ মিয়াসহ ছয়জনকে আটক করেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : জাগো নিউজ