মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯-এর ৪২/৪৫/৫১ ধারায় নিরাপদ খাদ্য, সঠিক দ্রব্যমূল্য নিশ্চিতকরণ ও ভেজাল রোধের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার কালাউক বাজারে ক্ষতিকর রঙ মিশিয়ে অবৈধভাবে নিম্নমানের ভেজাল ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে কোকিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এন্ড ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আলমগীর আলমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। এ সময় আদালত ক্ষতিকর রং ও মেয়াদোত্তীর্ণ ভেজাল ও নিম্নমানের আইসক্রিম জনসম্মুকে বিনষ্ট করেন।
এদিকে একই দিন উপজেলার কানিপুর বাজারের হোসেন ক্লিনিক নামে একটি ঔষধের দোকানে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও ঔষধ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনাকালে সহায়তা করেন লাখাই থানার প্রয়োজনসংখ্যক পুলিশ।