আমাদের নিকলী ডেস্ক ।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট ২০১৯) সন্ধ্যায় সৌদির মক্কায় এ দুর্ঘটনা ঘটে। মোশারফ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
মোশারফের সৌদি প্রবাসী এক বন্ধু মোবাইলে ফোনে তার পরিবারকে এ মৃত্যুর খবর জানান।
নিহতের স্বজনরা সংবাদমাধ্যমকে জানান, মক্কা এলাকার একটি ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোশারফ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও দু’জন।
মোশারফের স্বজনরা মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
সূত্র : বাংলানিউজ২৪