মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।
লাখাইয়ে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্মের প্রর্বতক ও প্রাণপুরুষ “পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন” উদযাপিত হয়েছে।
গতকাল ২৩ আগস্ট শুক্রবার দিবসটি পালন উপলক্ষে পৃথক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লাখাই শাখার আয়োজনে উপজেলার বামৈ ও মুড়াকরি থেকে ২টি, রাঢ়িশাল গ্রামে সনাতনীদের অংশগ্রহণে ১টি ও পূর্ব বুল্লা সনাতনী গীতা সংঘের উদ্যোগে ১টি মঙ্গল শোভাযাত্রা বের হয়। র্যালি ও মঙ্গল শোভাযাত্রাগুলো উপজেলার বিভিন্ন এলাকার মন্দির পদক্ষিণ করে।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লাখাই শাখার সভাপতি অমিত ভট্টাচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, অজয় চন্দ্র দেব (ওসি তদন্ত), হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, এসআই শ্রী অঞ্জন কুমার আচার্য্যসহ এলাকার সনাত ধর্মের বিপুলসংখ্যক নারী-পুরষ ও শিশুরা।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লাখাই শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় গীতা পাঠ প্রতিযোগিতা। এতে ৯জন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করে পুরুস্কৃত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।