আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৯৫৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুল হক স্যার শুক্রবার ভোর ৪টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম জানাজা একই দিন বিকাল ৪টায় গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় জানাজা বাদ আসর তার নিজ গ্রাম বাড়ি পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয়।
যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।