নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধ্যাপক মোজাফফর আহমদ আমাদের রাজনীতিক-রাজপথকে এতিম করে চলে গেলেন। এখন আর সুস্থ্যধারার-নতুনধারার রাজনীতিতে কোন উল্লেখযোগ্য কোন অভিভাবক রইলো না। নতুনধারা বাাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত তাৎক্ষণিক শোকসভায় তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, নতুনের জন্য পথ ছেড়ে দেয়ার রাস্তা তৈরি করে রাজনীতিকে যারা পথ দেখিয়েছেন মোজাফফর আহমদ সেই তালিকায় সবার শীর্ষে অবস্থান করেছেন সবসময়। তাঁর এই চলে যাওয়া আমাদের রাজনীতিকে কালো মানুষদের হাতে চলে যাওয়া আরো সহজ করে দিলো। তবে বাংলাদেশের নতুন প্রজন্ম তাঁর সাহসী সকল ভালো দিককে সামনে রেখে সকল লোভি-দুর্নীতিবাজ-জঙ্গীকে রুখে দেয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করছে।
২৪ আগস্ট বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূর হাসান চৌধুরী, প্রকৌশলী লাবিবা খান প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি