সাতক্ষীরায় সাপের ছোবলে বেদে দম্পতির মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু হয়েছে। মারা যাওয়া এখলাস খাঁ ও তাঁর স্ত্রী আলিনা খাতুন যশোরের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে এখলাস খাঁ ও তাঁর স্ত্রী আলিনাকে সাপে দংশন করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখলাস মারা যান। গুরুতর আহত আলিনাকে খুলনা নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বেদে সম্প্রদায়ের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন হাটখোলা বাজার এলাকায় তাঁবু ফেলে অস্থায়ীভাবে বসবাস শুরু করে। তাঁবুতে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরের দিকে একটি গোখরা এখলাস ও তাঁর স্ত্রীকে দংশন করে।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!