অভিনেতা বাবর মারা গেছেন

আমাদের নিকলী ডেস্ক ।।

দেশের চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা খলিলুর রহমান বাবর আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বাবরের স্ত্রী লতিফা বাবর এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে বাবরের মরদেহ এফডিসিতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন বাবর।

আমজাদ হোসেন পরিচালিত “বাংলার মুখ” চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত “রংবাজ” চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন বাবর।

সূত্র : সমকাল

Similar Posts

error: Content is protected !!