বাজিতপুরে ফলদ বৃক্ষ মেলার র‌্যালি ও উদ্বোধন

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলার এক বিশাল র‌্যালির নেতৃত্ব দেন উপজেলার চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান।

র‌্যালি শেষে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। পরে ফিতা কেটে ১১টি স্টল নিয়ে আয়োজিত ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম।

তিনি বলেন পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার। এই শ্লোগানকে সামনে রেখে দেশ এখন ডিজিটালের মাধ্যমে উন্নতি করছে। একই সংগে কৃষিখাতে সরকার কৃষকদের মাঝে রবি, খরিপ, গ্রীষ্মকালীন ফলমূল চাষ, বোরো ধান ও আমন ধানের ব্যাপক চাহিদা মেটাচ্ছে এলাকার কয়েক লাখ কৃষক।

আরো বক্তব্য রাখেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহম্মেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ হায়দার আলী, কৃতি ফুটবলার ফারুক আহম্মেদ ও পিরিজপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বজলুর রহমান।

Similar Posts

error: Content is protected !!