শিক্ষকরাই পারে শিক্ষিত উন্নত জাতি গড়ে তুলতে : শহীদুজ্জামান সরকার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ৪ বার নির্বাচিত এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় এবং নবনিযুক্ত ও অবসরগ্রহণকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৬ আগস্ট দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি ১৯ জন নতুন সহকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহাজাহান কবির প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!