ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে বজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের ঐকাান্তিক প্রচেষ্টায় নির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।