ভৈরবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন

আমাদের নিকলী ডেস্ক ।।

ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের পুরনো ভবনের দোতলায় সোমবার দুপুরে জাদুঘরটি উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, মুক্তিযোদ্ধা মির্জা সুলাইমান, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ফরহাদ আহমেদ, এস এম বাকি বিল্লাহ, আতিক আহমেদ সৌরভ প্রমুখ। যা

জাদুঘরটির নামকরণ করা হয় চেতনায় মুজিব। পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জাদুঘরটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিময় ছবির মধ্য বঙ্গবন্ধু, কর্নেল ওসমানি, জিল্লুর রহমান, আইভি রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজরিত একাধিক ছবি রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের কোনো স্মৃতিবিজরিত ছবি, লেখা, চিঠি থাকলে ভবিষ্যতে এ জাদুঘরে সংরক্ষণ রাখা হবে বলে জানান ইউএনও। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্যই এ জাদুঘরটি করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে স্মৃতিময় করে রাখতে স্মৃতিবিজরিত ছবিগুলো জাদুঘরে রাখা হবে। ভৈরবের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতেই এ জাদুঘরটি উদ্বোধন করা হয়।

সূত্র : জাগো নিউজ

Similar Posts

error: Content is protected !!