নিজস্ব প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ) ।।
লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে হারুন চৌধুরী (৪৮) নামের এক হতভাগ্য পিতা খুন হয়েছেন পুত্রের হাতে। ঘটনার পর ঘাতক পুত্র মামুনুর রশিদ (১৮) পলাতক রয়েছে। গত শুক্রবার রাতে তেঘরিয়া গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার রাতে সম্পত্তি নিয়ে হারুন চৌধুরীর সাথে তার পুত্র মামুনুর রশিদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মামুনুর রশিদ উত্তেজিত হয়ে তার পিতা হারুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে হারুন চৌধুরী গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা নিয়ে যাওয়ার পথে কাঁচপুর নামক স্থানে পৌঁছলে হারুন চৌধুরী মারা যান। পুনরায় গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসা হয়। পরে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন লাশ দাফনের প্রস্তুতি নেয়।
খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে লাখাই থানার ওসি ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিহতের বাড়িতে যান। সেখানে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের বোন জামাই, চাচাতো ভাই ও পুত্রসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।