হুমাইপুরে সাঁকো নিয়ে দ্বন্দ্বে আহত ১০, অভিযোগ দায়ের

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের কৈটুপি গ্রামে গত সোমবার রাতে বাঁশের সাঁকোকে কেন্দ্র করে আব্দুল হামিদের নির্দেশে ফারুক মিয়া, আসুক মিয়া, ছাইকুল মিয়া, বাহাউদ্দিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয় আলাল উদ্দিন ও তার আত্মীয়স্বজনের বাড়িতে হামলা চালালে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত রিনা আক্তার (২৭), রুকসানা বেগম (১৫), লাল খাঁ (৩০), আমেনা খাতুন (৭০), চান্দু বানু (৪০), মোজাহিদ মিয়াকে (১৬) বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় আব্দুল হামিদের লোকজন আলাল মিয়ার বাড়িঘরসহ আত্মীয়স্বজনের ৪টি ঘর ভাংচুর করেছে। এই সব ঘরের শোকেস ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আলাল উদ্দিন মিয়া বাদি হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে ফারুক মিয়া, আসক মিয়া, ছাইকুল মিয়া, বাহাউদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২৭ আগস্ট ২০১৯) থানায় অভিযোগ দায়ের করেন।

বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!