ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ১ হাজার ফলদ ও বনজ গাছ রোপন করলেন নওগাঁর বিদায়ী পুলিশ সুপার। ২৭ জুলাই দুপুর ২টায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দেখাবো আলোর পথ”-এর আয়োজনে ও বনবিভাগ এবং বিএমডিএ’র সহযোগিতায় আবিলাম-জয়জয়পুর গ্রামের নারীদের মাঝে নিম, কাঁঠাল, আমসহ বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছ রোপন ও বিতরণ করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁ জেলার বিদায়ী পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।
“দেখাবো আলোর পথ”-এর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল, নওগাঁ কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুরাইয়া পারভীন, ওসি জাকিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রেজুয়ান আলম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
পরে পুলিশ সুপার ইকবাল হোসেন ধামইরহাট থানায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।