আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে পনিতে ডুবে মারা যাওয়া রনক (৫) ও আয়মানের (৫) দাফন সম্পন্ন হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। মঙ্গলবার উপজেলার পিরিজপুর ইউনিয়নের গোথালিয়ায় পানিতে ডুবে মারা যায় তারা। বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকালে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শিশুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় হাজারো মানুষ চোখের জলে চিরবিদায় জানান এই দুই ভাইকে।
স্থানীয়রা জানান, রনক ভূঁইয়া বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গোথালিয়া গ্রামের ব্যবসায়ী মো. সুজন ভূঁইয়ার ছেলে। অপরদিকে আয়মান তার ভাই ও গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. বিপু ভূঁইয়ার ছেলে।
তারা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে স্বজনরা অনেক খোঁজাখুজি করে রাত ৮টার দিকে তাদের নিথর দেহ উদ্ধার করে।
সূত্র : জাগো নিউজ