বাজিতপুরে দিঘীরপাড় বস্তি মৌজার ২৬টি জায়গা উচ্ছেদ

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বস্তির সরকারি জায়গার খাল-বিল ও রাস্তার পাশে এলাকার কিছু প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও মাছের আড়ৎ করে আসছিল। কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি এইচএম খোদাদাদ হোসেন বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বিভিন্ন শ্রেণীর ২৬টি জায়গা উচ্ছেদ করেন।

জানা যায়, দিঘীরপাড় বস্তি মৌজার আর.এস ১নং খতিয়ানের ৫০০১, ৬৭৮১ নং দাগে ০.০০৮৯ একর এবং ০.২৩ একর একুনে ০.২৩৮৯ একর নদী, খাল শ্রেণীর উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, সার্ভেয়ার আলী হোসেন ও অফিস সহকারী মোঃ আব্দুস সালাম।

উল্লেখ্য, এসব ২৬টি দোকান ঘর ও মাছের আড়তের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা হবে বলে অফিস সূত্রে জানা গেছে।

Similar Posts

error: Content is protected !!