মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের উদ্যোগে একদিনে একযোগে হবিজঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ উপলক্ষে “পতাকা উৎসব” সম্পর্কে সাংবাদিকদের অবহিত করণের লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় লাখাই উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জের প্রতিটি উপজেলায় একযোগে পতাকা বিতরণ উপলক্ষে “পতাকা উৎসব”-এর অংশ হিসাবে আগামী ২ সেপ্টেম্বর লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাড়ে ৯টায় লাখাই উপজেলার বিভিন্ন প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১শ’ জাতীয় পতাকা বিতরণ উপলক্ষে “পতাকা উৎসব” সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার সাংবাদিকদের জানান, জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মানিত ও প্রজন্মকে জাতীয় পতাকা অর্জনের ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস অনুধাবন করাতেই জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের এই উদ্যোগ উল্লেখ করলে উপস্থিত সাংবাদিকগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সহ-কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুমসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।