ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে খেলনা ইউনিয়নের ৫টি গ্রামে ৪ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ৩১ আগস্ট দুপুর ১২টায় খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানি, লালমাটিয়া, পান্টিপুকুর, লালমাটিয়া ও শিশু গ্রামের মোট ৪০১টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল ইসলাম চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান আ. ছালাম, সালেহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।