নিকলীতে বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

মোঃ হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমানের (দুলাল) মা জুবায়দা খাতুন গতকাল রোববার মির্জাপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৮। তিনি স্বামী, তিন ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। বিএনপির এ নেতার মায়ের মৃত্যুর সংবাদ শুনে শোক জানাতে মির্জাপুরে আসেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ আরো অনেক নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাদ আসর মির্জাপুর মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহের উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ প্রমুখ। এ সময় এলাকাবাসীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!