নিকলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নিকলী শাখার আয়োজনে (১ সেপ্টেম্বর) রোববার সকালে সদরের বকুলতলার উপজেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির নিকলী সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলার সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, সম্পাদক আবু সাঈদ, যুবদল সভাপতি আতিকুল ইসলাম তালুকদার হেলিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাহার উদ্দিন মেম্বার প্রমুখ।

বক্তারা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ ও জন ভোগান্তিতে এ সরকারের নানা ভূমিকা উল্লেখ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বর্তমান সরকারের পতনে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Similar Posts

error: Content is protected !!