ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বাল্য বিয়ে করতে এসে বরকে শ্রীঘরে যেতে হয়েছে। ঘটনাটি উপজেলার নেউটা গ্রামের।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামের মৃত মফিজ উদ্দিনের বাড়িতে তার ছেলে জহুরুল ইসলাম (২৪) একই গ্রামের ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে আসে।
বাল্যবিয়ের খবর পেয়ে এএসআই সারোয়ার জাহানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠানো হলে কনেপক্ষ পুলিশ উপস্থিতি টের পেয়ে চম্পট দিলেও পুলিশ বরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গনপতি রায় বর জহুরুল ইসলামকে বাল্য বিয়ে নিরোধ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।