নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল সোমবার ভোরে কামালিয়ারচর এলাকায় শাহপরান লিমিটেটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭জন বাসযাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে নান্দাইল দত্তপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে শফিকুল ইসলামকে (৪৪) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার ইনাচার্জ মোঃ নাসির উদ্দিন মজুমদার জানান, বাসটির মধ্যে ড্রাইভারসহ ১০-১২ জন যাত্রী ছিলেন। ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন।