মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থানে বাস-ট্রাকের সংঘর্ষে গাড়ির চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠেঙ্গামারা টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছেন।
সোমবার দিবাগত সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানের দিঘলকান্দী নামক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানান, উল্লেখ্য এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি গমবাহী ট্রাক ও জয়পুরহাট আক্কেলপুর থেকে ঢাকাগামী অপর একটি কর্নফুলী যাত্রীবাহী বাস অপরদিকে শ্যামলী পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পাস কাটতে গিয়ে অভয় গাড়ির সংঘর্ষে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
এসময় বাস ২টি ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় আহতরা হলেন- কমেলা বেগম (৪০) ও তার শিশু কন্যা মীম (৬) ওলেদা বেগম (৩৫) সাইদুল ইসলাম (৪০) নাহিদ হাসান (৩৫) রমজান আলী (৫৫) বকুল মিয়া (২২), মামুন মিয়া (২৫) আব্দুর রাজ্জাক (৪৫) আব্দুর রহমান (৩৫) আব্দুল খালেক(৫৫) সুজন মিয়া (২৩) বলে জানা যায়।
আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মাঝ থেকে সরিয়ে নিলে সকল আটকে থাকা যানবাহন চলাচলে স্বাভাবিক হয়।