ধামইরহাটে ওয়ার্ডভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি প্রশিক্ষণ শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ডভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছে।

৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। “শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে প্রশিক্ষণে আরও বক্তব্য এবং প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হাফজা খাতুন (ইলা), আনসার ও ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ, কোম্পানী কমান্ডার মহিনুর আলমসহ ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীগণ।

উল্লেখ্য গত ২৫ আগস্ট শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামীকাল ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Similar Posts

error: Content is protected !!