নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলার সদরে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) নতুনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন।
ব্যাবসায়ী কল্যাণ সমিতি পরিচালনা কমিটির ১১টি পদের মধ্যে ৫টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ৬টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৫৫৮। ৩১২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম। সহ-সভাপতি পদে মোঃ হারুন মিয়া ২৮৬ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে জয়ী মোঃ নজরুল ইসলামের প্রাপ্ত ভোট ২৬৯। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম (২৭৭) ও সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজ উদ্দিন মধু (২৭৪)।