লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে ১০ বছর যাবত বিকল!

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি দীর্ঘ ১০ বছর যাবত বিকল হয়ে পড়ে আছে। এতে করে উপজেলার ৬টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহীতাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে সাধারণ রোগীসহ দরিদ্র রোগীদের কখনও স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে, কখন হবিগঞ্জ সদরের ক্লিনিক অথবা প্যাথলজি সেন্টারগুলোতে করতে হচ্ছে প্রয়োজনীয় এক্সরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ২০০৫ সালে একটি এক্সরে মেশিন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ হলে ২০০৬ সালে জনবল নিয়োগ করে তা চালু করা হয়। চালুর ৩ বছর ৭মাস পর মেশিনটি বিকল হয়ে পড়ে। আজ ১০ বছর পেরিয়ে গেলেও মেশিনটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুম জানান, ৭মাস আগে তিনি এখানে যোগদান করেছেন। তার আগে থেকেই এক্সরে মেশিনটি নষ্ট। এটি মেরামত করার ব্যবস্থা নেই। তবে এটি চালানোর জন্য একজন রেডিওগ্রাফার আছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিতভাবে আবেদন করা হয়েছে। আশা করছি এর সমাধান মিলবে।

Similar Posts

error: Content is protected !!