পার্থক্য
মোঃ সাব্বির হোসেন ।।
আমি নদীর মতো নই
এক পাড় ভেঙে অন্য পাড়
গড়ি না কখনই।
আমি সীমা ছাড়া সীমাহীন
কাউকে করে রাখি না
আমি আমার অধীন।
আমি সদয় রাজা
দেয় দয়ার আশ্রয়
আছে যত মোর
দরিদ্র প্রজা।
আমি কোনো কাপুরুষ নই
সমরে কোনো পরাজয় নেই মোর
বিজয়ী সর্বত্রই।
দিনে দিবাকর রাতে শশী
পার্থক্য যেমন হয়
তুলনা করে সর্ব লোক কে
নিজকে করি নির্ণয়।
হুতাশে বায়ু বরফে পানি
অহেতু বায়ু পানির হয়রানি
বায়ু শূন্যতায় হুতাশ নিভে
বরফ গলে পানিতে ভিজে
পার্থক্য বুঝি সহজে মিলে।
রাত্রি শেষে দিনের আলো
দিনের শেষে রাতের কালো
কবি বলে কবিতার ভাষায়
সর্ব খেলা মোদের ভালো।
মনের কোণে তোমার যদি হয়
একটু খানি ছেঁড়া
অপরাধী বলে ধরবে তোমায়
করবে প্রবল জেরা।
ভেতর বাহির মিলিয়ে দেখো
আছে কি কোথাও টান
বিবেক ধারা প্রশ্ন করো
নির্ণয় কর নিজের ব্যবধান।।
*** নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি প্রকৃত মানুষ কিনা আর নিজের ব্যবধান নিজেই নির্ণয় করুন। ভালোলাগা শুধু ভালোলাগা না। এরই মাঝে কিছু থাকে যা খুঁজে নিতে হয়!