ধামইরহাটে ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শুরু করেছে স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি। বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে।

১০ সেপ্টেম্বর বেলা ১১টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ হলরুমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ দেয়া হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার বিমল কুরাম রুরাম, দক্ষিন চকযদু গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মফিজ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মফিজ উদ্দিন জানান, ধামইরহাট উপজেলার সবগুলো ইউনিয়নে এই কার্যক্রম চালাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!