সামাজিক সেবায় কামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

শেখ মোবারক হোসাইন সাদী, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সামাজিক সেবামূলক সংগঠন “কামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ রাস্তা মেরামত করেন সংগঠনের সদস্যরা।

এলাকার মানুষদের চলাচলে কামালপুর গ্রামের একমাত্র রাস্তাটি ভারি বৃষ্টিতে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠে। রাস্তাটি ব্যবহার করে স্কুল-কলেজ-মাদ্রাসায় আসা-যাওয়াসহ সহ সব ধরনের যোগাযোগ করা হয়। এই গ্রামে প্রায় ৮০০-৯০০ মানুষের বাস। রাস্তার পাশেই রয়েছে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্ত হয়ে ইতিবাচক সাড়া না পেয়ে “কামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর সদস্যরা নিজ উদ্যোগে হাত দেন এটি মেরামতে।

যোগাযোগ সমস্যা সমাধানে এগিয়ে আসে সামাজিক সংগঠনটি। সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তানজিল মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হুসেন নিজেদের মধ্যে আলোচনা করে নেমে পড়েন কাজে। দ্রুততার সাথে গাড়িভর্তি বালু এনে বস্তায় ভরে মেরামতের প্রাথমিক কাজ সম্পন্ন করা হয়।

সশরীরে উপস্থিত থেকে কাজে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোঃ তানজিল মিয়া। তিনি জানালেন, আমাদের সংগঠন সবসময় সামাজিক কাজে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করে যাচ্ছে। বরাবরের মতো সহযোগিতা করেছেন মো: ইউনুস আলী। এমনভাবে আমরা এলাকার সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরো জানান, এই খরচ সংগঠনের নিজস্ব তহবিল থেকেই যোগান দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে সফলতা অর্জনকারী ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড অনেক অনুপ্রেরণামূলক বলেও তিনি উল্লেখ করলেন।

রাস্তা মেরামতে স্বেচ্ছাশ্রমে যারা ছিলেন : মোঃ দুল ইসলাম, ইউনুস, মোঃ আফজাল, মোঃ আদিল মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাকিম মিয়া, মোঃ মোস্তাকিম মিয়াসহ আরো অনেকেই।

Similar Posts

error: Content is protected !!