ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমরুল কায়েস বাদল তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেনের নিকট দাখিল করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাহফুজুল আলম লাকী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আঞ্জুয়ারা, নারী নেত্রী শাহিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইসবপুর ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করলেও ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে দলীয় প্রাথী হিসেবে আওয়ামী লীগের এককভাবে ইমরুল কায়েস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসএম জাহাঙ্গীর আলম (স্থানীয় বিএনপির সমর্থনপ্রাপ্ত), স্বতন্ত্র আখতারুল ইসলাম ও মো. হুমায়ন মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুলাই ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়।