পুলেরঘাটে অনন্যা সুপারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় বাসচাপায় হৃদয় হোসেন (১৮) নামে মোটরসাইকেলের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার নয়াহাটি গ্রামের আবু তাহেরের ছেলে। আহত আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে পুলেরঘাট এলাকায় অনন্যা সুপার নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!