মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর পাড়া গ্রামে গত ১৪ আগস্ট চুরি ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে খুন হন ফুরকান মিয়া (৩২) ও শরিফ মিয়া (৩৫) নামে দু’ ব্যক্তি। ঘটনার এক মাস ২ দিন পার হলেও এখনো অধরাই রয়ে গেছে মামলার আসামিরা।
বাদীপক্ষের অভিযোগ, এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরাফেরা করলেও পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না। এই সুবাদে আসামিরা উল্টো বাদীপক্ষের বাক্কার মিয়াসহ তাদের আত্মীয়স্বজনকে হত্যার হুমকি দিচ্ছে।
বাদী বাক্কার মিয়া গতকাল সোমবার এই প্রতিনিধিকে জানান, ঘটনায় দুইজন খুনসহ আরো ১০ জন আহত হয়েছেন। আহতরা এখনো বিবিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ফারুক, আনিছ, ফাইজুল মিয়া, আলমগীর, বাছির, রুসেলসহ এদের লোকজন পার্শ্ববর্তী আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তাদের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
বাজিতপুর থানার ওসি খলিলুর রজমান পাটোয়ারী জানান, জোড়া খুন হওয়ার ৭ দিন পর মামলাটি সিআইডিতে চলে গেছে।