হারুন অল কাইয়ুম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলাধীন নিকলী উপজেলার সদর ইউনিয়নের নাগারছিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শের আলী গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০১৯) বিকাল ৪টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা মোঃ শের আলী ১৯৪৯ সনের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭২ সালে যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ৩৬ ইস্ট বেংগল, ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার এবং সর্বশেষ ২ ইস্ট বেংগল রেজিমেন্টে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাথে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে সার্জেন্ট (তৎকালীন হাবিলদার) পদে অবসর গ্রহণ করেন।
মরহুমের নামাজে জানাজা আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় স্থানীয় ঐতিহাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পর তাঁর প্রতি বাংলাদেশ পুলিশের একটি দল আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সালাম-এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন তানভীর-এর নেতৃত্বে ৮ ইস্ট বেংগল রেজিমেন্টের একটি চৌকষ দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করে। সেনা সদস্যগণ জাতীয় পতাকা দিয়ে কফিন ঢাকা অবস্থায় বহন করে প্যারেডের মাধ্যমে কবরস্থান পর্যন্ত নিয়ে যান। সেখানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর “মৃত ব্যক্তির প্রতি সশস্ত্র সালাম” প্রদান করা হয়। এ সময় সামরিক বিউগলে করুণ সুর বাজে। অতঃপর আগ্নেয়াস্ত্রের ফায়ারের মাধ্যমে ২১ বার তোপধ্বনি করা হয়। ক্যাপ্টেন তানভীর, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সবুর এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুত্তালিব বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। সবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এ সময় তাঁর সহকর্মীগণ সহ স্থানীয় হাজারো মানুষ উক্ত মোনাজাতে সামিল হন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শের আলী মৃত্যুকালে ৩ কন্যা, ১ পুত্র, ২ ভাই এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সকল আত্মীয় স্বজন, মুক্তিযোদ্ধা ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
দেশের এই সূর্যসন্তানের মৃত্যুতে “ঢাকাস্থ নিকলী সমিতি“, নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার শোক প্রকাশ করেছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।