মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নে ঐতিহাসিক মহাস্থান বন্দরে শাহ সুলতান বণিক সমিতির উদ্যোগে ছাকওয়াত হোসেন বাড়িদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ রিজু।
এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই এক হয়ে হাতে হাত রেখে কাজ করতে হবে। মহাস্থান বন্দর কমিটিকে শক্তিশালী করতে হবে। কারো কোনো গুজবে কান না দিয়ে সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করে যাবেন। কাউকে চাঁদা বা কোন ব্যবসায়ির উপরে জুলুম হলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
তিনি আরো বলেন, আমরা আছি আপনাদের পাশে থাকবো। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা আলহাজ্ব বাবুল হোসেন বাবু, ওহেদুর জামান, সম্পাদক শাহাদত হোসেন, সহ সম্পাদক মোছেদুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিপুল, সহ সাংগঠনিক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নুরনবী রহমান সহ অত্র মহাস্থান বন্দরে শাহ সুলতান বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ।