আমাদের নিকলী ডেস্ক ।।
লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমানোর আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। দক্ষিণ আমেরিকার গভর্নিং বডি কনমেবলের ওপর অভিযোগের আঙুল তোলায় তিন মাসের জন্য মেসিকে নিষিদ্ধ করে সংস্থাটি। গত কোপা আমেরিকা প্রতিযোগিতায় কনমেবলকে “দুর্নীতিগ্রস্ত” হিসেবে আখ্যায়িত করেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
এফএ-এর করা আবেদন গ্রহণ করেছে কনমেবল। আগামী অক্টোবরে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচে দেখা যেতে পারে মেসিকে। অবশ্য আবেদনের প্রেক্ষিতে এখনো রায় আসেনি। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে ০৩ অক্টোবর রায় জানানো হবে। জার্মানদের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে ০৯ অক্টোবর।
তবে নিষেধাজ্ঞা কমলেও মেসি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না। কারণ চিলির বিপক্ষে কোপা আমেরিকা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেন এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
সূত্র : বাংলানিউজ২৪