বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর গণনাট্য সংস্থায় গত শুক্রবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কমরেড সাইফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নূর নবী বাদল, সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব মোঃ লিয়াকত আলী নান্টু, অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাস, অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, প্রভাষক আঞ্জুমান আরা কেমী, তাজুল উল্লাহ ফারুক, মোঃ আফরাফ উদ্দিন কাজল প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৬ সালে কাজী নজরুল ইসলামের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন।