মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নে আতকাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়াকে (১৫) গত বৃহস্পতিবার রাতে ২ বন্ধু সুজন মিয়া ও রিয়াদ অপহরণ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, রিয়াদ মিয়া ও সুজন মিয়ার কাছে সাগর মিয়া এক হাজার ৫শ’ টাকা পাওনা ছিলো। এই টাকাকে কেন্দ্র করে সুজন ও রিয়াদ মিয়া তাকে (সাগর মিয়া) অপহরণ করে। পরে গতকাল শনিবার কুলিয়ারচর উপজেলার তারাকান্দি রাস্তার পাশে জনৈক এক ব্যক্তির জমি থেকে সাগরের লাশ পুলিশ উদ্ধার করে।
এই ঘটনায় বাজিতপুর থানা পুলিশ ও কুলিয়ারচর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘাতক সুজন মিয়া (১৭) ও রিয়াদ মিয়াকে (১৯) কুলিয়ারচর থানায় আটক করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারী জানান, ঘাতক সুজন ও রিয়াদকে আটক করা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।