লাখাইয়ে সীমানা প্রাচীরের সুচালো রডে বিদ্ধ শিশুর মৃত্যু

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাইয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের সুচালো লোহার রড বিদ্ধ হয়ে মো: রিপন মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার লাখাই উপজেলার এসি আর সি উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও এসি আর সি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, রোববার সাড়ে চারটার দিকে বিদ্যালয় এলাকার গাছের পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে পা ফসকে গাছ থেকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের লোহার সুচালো রডে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে অপারেশনের পূর্ব মুহূর্তে রক্তক্ষরণে শিশুটির মৃত্যুর কথা জানতে পেরেছি।

রুপন উপজেলার লাখাই ইউনিয়নের আলতাফ মিয়ার ছেলে।

Similar Posts

error: Content is protected !!