ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে ইসবপুর ইউনিয়নের উপ-নির্বাচন। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়ে নেমেছেন প্রচার প্রচারণায়। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, ভোট চেয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতিতে।
সোমবার বেলা ১১টায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইমরুল কায়েস বাদলকে নৌকা, বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলমকে মোটরসাইকেল, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থী হিসেবে আখতারুল আলমকে আনারস ও হুমায়ুনকে চশমা প্রতীক বরাদ্দ দেন সহকারী রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইমরুল কায়েশ বাদল সরকার উন্নয়ন ফিরিস্তি নিয়ে প্রচারণায় মাঠে নেমেছেন অনেক আগে থেকেই। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাহফুজুল আলম লাকী বলেন, ইতিপূর্বে দলীয় প্রার্থী দীর্ঘদিন এই ইউনিয়নে দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন। আমিও সেই ধারাবাহিকতাকে বিশ্বাস করি এবং জনগণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাদলকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এদিকে বিএনপি সমর্থিক প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ইতিপূর্বে আমাকে ষড়যন্ত্র করে হারালেও এবার জনগণ আমার পাশে আছে। তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
তবে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম এবং মো. হুমায়ুনও ইউনিয়নের প্রতিনিধিত্ব করতে মাঠে তাদের নিজের মতো কাজ করছেন।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। আগামী ১৪ অক্টোবর ধামইরহাট উপজেলার ৭নং ইসবপুর ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।