আমাদের নিকলী ডেস্ক ।।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আবারও সম্মাননা পেয়েছেন নিকলীর কৃতি সন্তান, কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। এবার তিনি মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছেন।
গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
মানবাধিকার জোট আয়োজিত এই অনুষ্ঠানে মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। এর আগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব জনসংখ্যা দিবস অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেন।
মোকাররম হোসেন শোকরানা আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে উত্তরোত্তর উন্নতি ও কৃতিত্ব দেখিয়ে আসছে।
এছাড়া গত জুলাই মাসে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাশরুমের অধীনে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড (ফুল) লাভ করে।
নিকলীর মুখ আলোকিত করা এই গুণীজনের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড অর্জনে নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ