কটিয়াদী প্রতিনিধি ।।
একই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ৩ কিলোমিটারের মধ্যে পৃথক ৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে (কিশোরগঞ্জ- ভৈরব) আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ থেকে আগত শ্যামলছায়া বাস সার্ভিসের সাথে ঢাকা থেকে আসা যাতায়াত বাস সার্ভিসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহতদের কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এর কিছুক্ষণ পরেই একই এলাকায় পাশেই ঢাকা থেকে আসা অনন্যা বাস সার্ভিসের সাথে কিশোরগঞ্জ থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন প্রায় ১২ জন।
অন্যদিকে বিকাল ৪টার দিকে মধ্যপাড়া থেকে ২ কিলোমিটার দূরে আচমিতার তেভাগা নামক স্থানে ঢাকাগামী একটি অনন্যা বাস মহাসড়ক ছেড়ে কৃষি জমিতে চলে যায়।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বার (শনিবার) সকাল ৮টার দিকে মধ্যপাড়ায় স্বস্ত্রীক সড়ক দুর্ঘটনায় পড়েন কটিয়াদী পৌর ভোগপাড়ার দলিললেখক ও যুবদল নেতা মোঃ হাবিবুর রহমান (রাসেল)। এতে প্রাণ হারান রাসেল এবং শিক্ষিকা স্ত্রী সুরভী আক্তার গুরুতর আহত হয়ে চিকিৎধীন অবস্থায় আছেন।