মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
দক্ষিণ-পূর্ব এশিয়াখ্যাত মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর মাদার্শা হালদা নদী থেকে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
বুধবার রাত (২৫ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হালদা নদী থেকে অভিযান চালিয়ে ২ হাজার মিটার জাল জব্দ করে। অভিযান পরিচালনার সময় উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রামপুলিশ সহাযোগিতা করেন।
নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদী থেকে ২ হাজার মিটার জাল জব্দ করেছি। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।