হোসেনপুরে বাল্যবিয়ে ঠেকালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হোসেনপুরে আয়েশা আক্তার (১৫) নামে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে মেয়ের বাড়ি গিয়ে এ বিয়ে বন্ধ করেন তিনি। আয়েশা ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

ওয়াহিদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, দুপুরে নিজ বাড়িতে আব্দুল মান্নান তার মেয়ে আয়েশার বিয়ের আয়োজন করেন। পরে বিষয়টি স্থানীয় সূত্র উপজেলা প্রশাসনকে জানালে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি-বিধান বিষয়ে অবগত করা হলে, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন তার বাবা-মা।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!