লাখাইর বুল্লা বাজারে শতবর্ষী বৃক্ষ নিয়ে এলাকাবাসীর আতঙ্ক

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাই উপজেলার প্রাণকেন্দ্র বুল্লা বাজারে শতবর্ষী বৃক্ষ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রায়ই ওই গাছের ডাল ভেঙ্গে পড়ে কেউ না কেউ আহত হচ্ছেন। আবার ওই গাছের ডাল পড়ে ঘরের চালা নষ্ট হচ্ছে। গাছের নিছে বসে হাট-বাজার করতে লোকজনকে আতঙ্কগ্রস্ত হতে হচ্ছে।

বেশ কিছুদিন ধরে শতবর্ষী বৃক্ষটি নিয়ে সমস্যার সৃষ্টি হলেও এর সমাধানে কেউ আসেননি। জানা যায়, লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ বাজার হলো বুল্লা বাজার। হবিগঞ্জ-লাখাই সড়কসংলগ্ন বাজারটি অতি প্রাচীন। উপজেলার অধিকাংশ মানুষ এ বাজারে সওদা করেন। দিনদিন বাজারটি বিশাল আকার ধারণ করছে। এক সময় শতবর্ষী এ বৃক্ষের নিচে বসতো বাজার।

বাজারে অসংখ্য পাকা ভবনসহ টিনের আধাপাকা দোকানঘর গড়ে উঠেছে। এছাড়াও ব্যাংক, বীমাসহ নানা গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এ বাজারে। বাজারের মধ্যেখানে শতবর্ষী বৃক্ষ ডালপালা বিস্তার করে বৃহৎ আকার ধারণ করেছে। এর ছায়াতলে লোকজন আশ্রয় নিয়ে পূর্বপুরুষ থেকে ক্রয়-বিক্রয় করে আসছেন। কালের আবর্তে এ বৃক্ষের অনেক ডালপালা মরে গিয়ে এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামান্য বাতাসেই মরা ডালপালা ভেঙ্গে পড়ছে। এতে লোকজন আহত হচ্ছেন। পথচারীরা এ গাছের নিচ দিয়ে যাতায়াত করতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ইতিপুর্বে এই বিশাল গাছের মরাডাল ভেঙ্গে পরে মারাত্মক আহত হয়েছেন একজন প্রবীণ চিকিৎসকসহ বেশ কয়েকজন পথচারী। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এই গাছের নীচের টিনশেড ঘরের ব্যবসায়ীরা। একটু বৃষ্টি বা বাতাস হলেই মরাডাল ভেঙ্গে পড়ার আতংক নিয়ে থাকেন তারা।

এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবাল জানান, এখনো গাছের যে সব মরাডাল রয়েছে কোনো কারণে যদি তা ভেঙ্গে দোকানে পড়ে তবে দোকানের ক্ষতির পাশাপাশি দোকানে থাকা ক্রেতা ও বিক্রেতাদের জীবন নাশ পর্যন্ত হতে পারে।

এছাড়াও সড়কের উপর দিয়ে যাতায়াত করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শতবর্ষী এ বৃক্ষের পাশে থাকা একটি নিমগাছ অযত্নে অবহেলায় বিনষ্ট হয়েছে। এ ব্যাপারে অতিশীঘ্রই ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!