ভৈরবে অনন্যা সুপারের চাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় আসমা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ভৈরব হাইওয়ে থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগম ভৈরবের শম্ভুপুর পূর্বপাড়া এলাকার ইতালি প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে আসমা বেগম তার সাত বছর বয়সী মেয়েকে নিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথে ভৈরব হাইওয়ে থানার সামনে গিয়ে ইজিবাইক থেকে নামার পর কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. বাহালুল খান বাহার সংবাদমাধ্যমকে বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!